logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০
‘আইএস বধূ’ শামীমাকে গ্রহণ করবে না বাংলাদেশ
বললেন পররাষ্ট্রমন্ত্রী
সিলেট ব্যুরো

 

 

জঙ্গি গ্রুপ আইএসের বধূ বলে পরিচিত ব্রিটিশ নাগরিক শামীমা বেগমকে বাংলাদেশ কোনোভাবেই গ্রহণ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি। শামীমাকে ব্রিটিশ নাগরিক উল্লেখ করে তিনি বলেন, ওই মেয়ে ব্রিটিশ নাগরিক। তার বাবা-মাও ব্রিটিশ। দাদা-নানারাও ব্রিটিশ। তার বাংলাদেশের সিটিজেনশিপ নেই। এমনকি তার পরিবার কখনও তার সিটিজেনশিপ চায়নি এবং সে কখনও বাংলাদেশ দেখতেও আসেনি। শনিবার সিলেটের মানিকপীর টিলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ‘মোয়াজ্জেম ফাতেমা ট্রাস্টের বৃত্তি প্রদান’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও বলেন, শামীমা বাংলাদেশে আসতে চাইলে আমরা তাকে আসতে দেব না। শুধু শামীমা নয়, জঙ্গি সংশ্লিষ্ট কাউকেই বাংলাদেশ গ্রহণ করব না। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনে থাকা কোনো বাংলাদেশি এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত নন, এটা একটা সুখবর। চীনে অবস্থানরত অবশিষ্ট বাংলাদেশি শিক্ষার্থীদের পর্যায়ক্রমে দেশে আনার ব্যবস্থা করা হবে। মোয়াজ্জেম-ফাতেমা ফাউন্ডেশনের চেয়ারম্যান মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও শাহাদাত বখত শাহেদ ও কামাল আহমদ ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, এমএ মতিন, মমতাজ হোসেন, এডিসি জেনারেল আসলাম উদ্দিন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]