
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০ | |
আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে মনোচিকিৎসকদের নিয়ে ‘বর্তমান প্রেক্ষাপটে মাদকাসক্তি চিকিৎসায় মনোচিকিৎসকের ভূমিকা ও করণীয়’ শীর্ষক সেমিনার শনিবার রাজধানীর লালমাটিয়া টাইমস স্কয়ার রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ঢাকা আহ্ছানিয়া মিশনের কাউন্সিলর ফাইরোজ জিহান জানান, বাংলাদেশ জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯ পরিসংখ্যানে দেখা যায়, প্রায় ১৭ শতাংশ (প্রায় সোয়া ২ কোটি) প্রাপ্তবয়স্ক মানুষ (১৬.৭ শতাংশ পুরুষ ও ১৬ শতাংশ নারী) মানসিক রোগে আক্রান্ত এবং শিশু-কিশোরদের মধ্যে প্রায় ১৪ শতাংশ শিশু-কিশোর মানসিক সমস্যায় ভুগছে।
তিনি আরও জানান, আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের একটি জরিপে পাওয়া গেছে, বর্তমানে ৩৭৭ জন নারী রোগীর মাঝে ১৭৪ জন নারী দীর্ঘদিনের মাদক নির্ভরশীলতার কারণে মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং ২৪ জন নারী মানসিক রোগের কারণে মাদক নির্ভরশীল হয়ে পড়েছে। শুধু মাদকাসক্তি সমস্যার কারণে ৫৪ জন নারী এবং মানসিক রোগের কারণে ৬০ জন নারী চিকিৎসা নিয়েছে এবং ৩৭৭ জন নারীর মধ্যে ৪৭ জন নারী আগে মানসিক রোগের চিকিৎসা নিয়েছে।
ড. হেলাল উদ্দিন আহমেদ বলেন, শিশুর শৈশব থেকেই তার মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে হবে, তবেই সে তার সব ভালো খারাপ বিষয়গুলো যেমন মাদকের মতো ভয়াবহ বিষয়গুলোকে প্রতিরোধ নিজে থেকেই করতে শিখবে। এছাড়াও মানসিক সমস্যার ওষুধ খাওয়া নিয়ে অভিভাবকদের মাঝে সচেতনতা তৈরি করতে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের অবসরপ্রাপ্ত রেসিডেন্সিয়াল সাইক্রিয়াটিস্ট আক্তারুজ্জামান সেলিম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. সাইফুন নাহার সুমি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট ডা. এসএম আতিকুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের রেসিডেন্সিয়াল সাইক্রিয়াটিস্ট ডা. মো. রাহানুল ইসলাম, মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের নেটওয়ার্ক সংযোগের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |