প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০ | |
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজি?সি) থেকে ইতিহাস বিভাগের অনুমোদন দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চলমান আন্দোলন দশম দিনে গড়িয়েছে। শনিবারও বিক্ষোভে উত্তাল ছিল গোপালগঞ্জের বশেমুরবিপ্রবির ক্যাম্পাস। প্রতিদিনের মতো শনিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সেøাগানে সেøাগানে মুখরিত হয়ে উঠেছে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
লাগাতার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও ল্যাব পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দিয়েছেন। প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা মেরে দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। ইতিহাস বিভাগের অনুমোদন দেওয়াসহ যৌক্তিক দাবি না মানা পর্যন্ত
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণায় অনড় রয়েছেন আন্দোলনকারীরা। প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় বিশ্ব?বিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করায় শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বর্তমানে এ বিভাগটিতে ৪১৩ শিক্ষার্থী অধ্যয়নরত।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |