logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০
মহাপরিচালক হলেন প্রকৌশলী আমিনুল হক
পানি উন্নয়ন বোর্ড
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী এএম আমিনুল হক। এ পদে যোগদানের আগে তিনি বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) পদে কর্মরত ছিলেন। আমিনুল হক ১৯৮৩ সালে বুয়েট থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯১ সালে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) ব্যাংকক, থাইল্যান্ড থেকে হাইড্রলিক অ্যান্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করে বোর্ডের পানি বিজ্ঞান, নকশা ও মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) এফআরইআরএমআইপি প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীর তীর সংরক্ষণ, সেচ, বন্যানিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘসময় চাকরিকালীন তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, চীন ও থাইল্যান্ডে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। আমিনুল হক ১৯৬২ সালে সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]