প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০ | |
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আতলাশপুর এলাকায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে শনিবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় হামলাকারীরা পাঁচজনকে কুপিয়ে জখম করে। আতলাশপুর এলাকার বালু ব্যবসায়ী মোবারক হোসেন জানান, কয়েকদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছিল একজন। দাবিকৃত টাকা না পেয়ে আট থেকে ১০ সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তারা মোবারক হোসেনের ভাইসহ পাঁচজনকে কুপিয়ে জখম করে। রূপগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |