প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০ | |
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে শুভ (২২) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার বিকালে শিমরাইল উত্তরপাড়া স্বর্ণকারের বাড়ির পেছনে রাস্তার গলিতে কয়েক মাদকসেবী তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুভ শিমরাইল উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া আবদুর রবের ছেলে। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্বপাড়ের সাজেদা হাসপাতালসংলগ্ন একটি ট্রাকের গ্যারেজে মেকানিকের কাজ করতেন বলে জানা গেছে। পরিবারের সদস্যরা জানান, বিকালে কিছু মাদকসেবী যুবকের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। পরে ওই যুবকরা তাকে পিটিয়ে আহত করে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক জানান, এখনও নিহতের পরিবার মামলা করেনি। শনিবার বিকালে লাশ নারায়ণগঞ্জে নিয়ে আসার পর নিহতের পরিবার জানাজা ও দাফন শেষে মামলা করবে। এরপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |