logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০
আশুলিয়া ও বড়াইগ্রামে ৬ ঘর গুদাম ভস্মীভূত
আলোকিত ডেস্ক

ঢাকার আশুলিয়ায় ঝুটের গুদাম ও নাটোরের বড়াইগ্রামে পাঁচ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
আশুলিয়া : ঢাকার আশুলিয়ায় এক ঝুটের গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে আশুলিয়ার কাইচাবাড়ি আহাদ নগর এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে তিনজন মালিকের বেশ কয়েকটি গোডাউন পুড়ে গেছে, যার মধ্যে কার্টন, সুতা, কাপড়সহ ভিন্ন ঝুট ছিল।
বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে একটি বাড়িতে অগ্নিকা-ে পাঁচটি বসতঘর ও ঘরে থাকা যাবতীয় মালামাল ভস্মীভূত হয়েছে। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চান্দাই ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের কৃষক আবদুল খালেকের বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় আকস্মিকভাবে আবদুল খালেকের বাড়িতে ফ্রিজের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাড়ির পাঁচটি আধাপাকা টিনশেড ঘর, ঘরে থাকা সব মালামাল পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুস সালাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]