logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০
তিন জেলায় শিশু ও দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
আলোকিত ডেস্ক

তিন জেলায় এক শিশু ও দুই স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্র ও শনিবারের এসব ঘটনার মধ্যে কুষ্টিয়া ও চাঁদপুরের মতলবে স্কুলছাত্রী এবং ঝালকাঠির রাজাপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনায় এক শিশুসহ দুজনকে আটক করা হয়েছে এবং অন্যজনকে আটকের চেষ্টা চলছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে নবম শ্রেণির এক ছাত্রীকে দেশি অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাকিবুল (২২) নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনার মূলহোতা ফারুক হোসেন (৩২) পলাতক। রাকিবুল বাগুলাট ইউনিয়নের মধুপুর গ্রামের আফান উদ্দিনের ছেলে ও ফারুক একই এলাকার মোতাহার হোসেনের ছেলে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা থানায় মামলা করেন। কুমারখালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ঘটনার মূলহোতা পালিয়ে গেলেও সহায়ক রাকিবুলকে আটক করা হয়েছে। মূল হোতাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মতলব : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার জর্জ নগরের শামীমা রাতুল শিশুপার্কে দর্শনার্থী এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে পার্কের কর্মচারী। শুক্রবার দুপুরে ছোট দুই বোনকে নিয়ে পার্কে ঘুরতে যায় ওই শিক্ষার্থী। পার্কের কফি হাউজের দোতলায় বিশ্রামের জন্য গেলে কর্মচারী রিপন গাজী (৩৫) দুই শিশুকে ধমক দিয়ে নিচে নামিয়ে দিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে। ওই শিক্ষার্থীর চিৎকারেতিন জেলায় শিশু ও দুই ছাত্রীকে
পার্ক ও আশপাশে থাকা লোকজন এগিয়ে গেলে রিপন গাজী দৌড়ে পালিয়ে যায়। পরে ‘৯৯৯’ নম্বরে কল দিলে মতলব উত্তর থানা পুলিশ ছাত্রীকে উদ্ধার করে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। 
রাজাপুর (ঝালকাঠি) : ঝালকাঠির রাজাপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিদ্যালয় সংলগ্ন বাগানের এ ঘটনায় মো. হাচান হাওলাদার (১২) নামে আরেক শিশুকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। হাচান গাজীপুর জেলার কাশিমপুর থানার সারদাগঞ্জ পুকুরপার এলাকার মৃত শাহাজ উদ্দিনের ছেলে। বাবার মৃত্যুর পর থেকে হাচান উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার নানাবাড়িতেই থাকে। রাজাপুর থানা ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় শিশুটির পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]