logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০
মুকসুদপুরে ২৯ শিক্ষার্থীর রাতে পরীক্ষা
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রিষ্টধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের ২৯ শিক্ষার্থী শনিবার রাতে এ বছরের এসএসসি পরীক্ষা দেবে। ধর্মীয় বিধান মতে শনিবার দিনের বেলায় লেখা নিষেধ থাকায় রাতে এসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। তারা সবাই মুকসুদপুর উপজেলার কেলগ মুখার্জি সেমিনারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। জানা যায়, ধর্মীয় বিধান মতে শনিবার দিনের বেলায় এ ধর্মের অনুসারীদের লেখা নিষেধ। তাই ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চবিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের পরীক্ষা নেওয়া হবে। উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল কাইয়ুম বলেন, ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। অন্যদের সঙ্গে এ ২৯ পরীক্ষার্থী সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করবে। 
পরীক্ষা শেষে রাত ৯টার পর তাদের বাইরে যেতে দেওয়া হবে। এ বছর তাদের ১৫ ও ২২ ফেব্রুয়ারির পরীক্ষাও রাতে নেওয়া হবে। জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চবিদ্যালয় কেন্দ্র সচিব মিনতি বৈদ্য জানান, ঢাকা বোর্ডের নির্দেশে এ বছর ১৫ ছাত্র ও ১৪ ছাত্রী শনিবারের পরীক্ষাগুলো রাতে দেবে। আশা করছি, কোনো সমস্যা ছাড়াই তারা রাতে পরীক্ষা দিতে পারবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]