logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০
দখলে নিয়ে ঘর নির্মাণের চেষ্টা
চাঁদপুরে সড়ক ও জনপথের জায়গা
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের বাবুরহাটে চাঁদপুর-মতলব পেন্নাই সড়কে সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে প্রকাশ্যে প্রায় ৫০ শতক জায়গা দখল করে একটি বিশাল ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। শুক্র ও শনিবার একটি সন্ত্রাসী চক্রের পাহারায় এ জায়গা দখলে নেওয়ার কার্যক্রম চলে। সরকারি জায়গা প্রকাশ্যে দখল করলেও সড়ক ও জনপথ কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ২নং আশিকাটি ইউনিয়নের লালদিয়া গ্রামের বাবুরহাট-পেন্নাই সড়কের পাশে মৃত হামিদ খানের সম্পত্তি সড়ক ও জনপথ বিভাগ অধিগ্রহণ করে নেয়। কয়েক বছর ধরে এ জায়গা একই এলাকার ইদ্রিস খান, ইসমাইল খান, হাশিম খান নিজেদের দখলে রেখে কৃষিকাজ করতেন। 
বিষয়টি জানতে পেরে চাঁদপুরের অর্ধশত সংবাদ কর্মী ঘটনাস্থলে এলে খবরটি প্রচার না করার জন্য ম্যানেজ করার চেষ্টা করা হয় বলে এলাকাবাসী অভিযোগ করেন। সড়কের জায়গা দখল করার বিষয়টি স্থানীয়রা চাঁদপুর মডেল থানা পুলিশকে জানালেও কেউ ব্যবস্থা নিতে আসেনি বলে এলাকার কয়েকজন জানান।
এ বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়টি আমি জানতে পেরেছি। আমি চাঁদপুরের বাইরে থাকায় কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। রোববার (আজ) অফিস খোলা হলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব এবং দখলকারীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ করব। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন বলেন, খবর পেয়ে থানার একজন পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে এসেছেন। কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]