প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০ | |
দিনাজপুরে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মজনুর রহমান মজনুর লাশ পুলিশ একই উপজেলার সুকদেবপুর চৌরাস্তা এলাকা থেকে উদ্ধার করে। মজনু ধনতলা গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে।
বোচাগঞ্জ থানার ওসি মো. আইয়ুব আলী জানান, দলীয় কোন্দল ও অর্থের ভাগবাটোয়ারা নিয়ে সৃষ্ট ঘটনায় মজনু হত্যার শিকার হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে তদন্তপূর্বক হত্যাকাণ্ডের আসল রহস্য জানা যাবে বলে ওসি বলেন। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। শনিবার দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে
ময়নাতদন্ত শেষে দুপুরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলা বিএনপি ও ছাত্রদলের নেতারা।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |