logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০
গাজীপুরে সড়কে ঝরল চার প্রাণ
আরও দুই জেলায় নিহত ৩
আলোকিত ডেস্ক

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাতজন। এর মধ্যে গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন, চট্টগ্রামে টেম্পোর ধাক্কায় শিশু এবং ময়মনসিংহে বাস, ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া এসব দুর্ঘটনায় ময়মনসিংহ বিভাগের কমিশনারসহ আহত হয়েছেন অন্তত ৪০ জন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও আহত হয়েছেন প্রায় ৩০ জন। আহতদের মধ্যে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনারসহ তার চালক ও দেহরক্ষীও রয়েছেন। তবে তাৎক্ষণিক নিহত এবং আহত সবার নাম জানা যায়নি। শনিবার সকালে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় জৈনাবাজার ও গিলাবেড়াইদ এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। গাজীপুর সদর থানার ওসি মো. আলমীগর ভূঁইয়া জানান, একই দিন সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় ময়মনসিংহগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-
মুচড়ে যায় এবং বাসের দুই যাত্রী নিহত হন।
চট্টগ্রাম : নগরীতে রাস্তা পার হতে গিয়ে টেম্পোর ধাক্কায় মো. নয়ন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাঁচলাইশ থানার বিবিরহাটের হাজী কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নয়ন ওই এলাকার মো. আলমগীরের ছেলে বলে জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গুরুতর আহতাবস্থায় শিশু নয়নকে চমেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দায় বাস, ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেনÑ তারাকান্দা উপজেলার রাউতনবাড়ী গ্রামের কাজী আলাল (৩৪) ও শাহজাহান মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (১৭)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে উপজেলার মধুপুর এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। ওসি আবুল খায়ের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]