logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০
একই মঞ্চে গান গাইবেন কুমার বিশ্বজিৎ ও মুহিন খান
বিনোদন প্রতিবেদক

প্রায় সময়ই দেশের বাইরে স্টেজ শোতে ব্যস্ত থাকতে হয় চিরসবুজ কুমার বিশ্বজিৎকে। তবে নতুন বছরে এবারই প্রথম দেশের বাইরে স্টেজ শোতে অংশ নিতে যাচ্ছেন তিনি। আবার তারই সঙ্গে একই মঞ্চে গান গাইবার সৌভাগ্য হলো মুহিন খানের। কুমার বিশ্বজিতের সঙ্গে একই মঞ্চে গান গাইবার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। মুহিনের সৌভাগ্য যে, তারই সুরে ২০১৮ সালের নভেম্বর মাসে কুমার বিশ্বজিৎ একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। এটিকে সংগীত জীবনের অন্যরকম এক অর্জন হিসেবেও বিবেচনা করেন তিনি। আবার সেই কুমার বিশ্বজিতের সঙ্গে একই মঞ্চে দেশের বাইরে সংগীত পরিবেশন করবেন, এ বিষয়টিকেও বেশ ভালোলাগার হিসেবেই গুরুত্ব দিচ্ছেন মুহিন খান। আগামীকাল ভারতের আগরতলায় ভারত-মৈত্রী উৎসবে একই মঞ্চে গান গাইবেন কুমার বিশ্বজিৎ ও মুহিন খান। কুমার বিশ্বজিৎ বলেন, ‘শুরুতেই ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। কারণ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাদের কারণেই আমরা পেয়েছি বাংলা ভাষা, কথা বলতে পারছি বাংলায়, গাইতে পারছি বাংলায়। যেহেতু আমাদের পাশর্^বর্তী দেশে সংগীত পরিবেশন করতে যাচ্ছি, তাই প্রস্তুতিটাও বেশ ভালোভাবে নিয়েছি। সত্যি বলতে কী, দেশেই হোক কিংবা দেশের বাইরেই হোক আমি যখন গান গাওয়ার জন্য মঞ্চে উঠি তখন আমার সর্বোচ্চটা দিয়েই গান গাওয়ার চেষ্টা করি। যথারীতি আগরতলায় গান গাওয়ার ক্ষেত্রেও আমার সেই চেষ্টাটাই থাকবে। আমার বিশ্বাস আগরতলায় যারা আমাকে নিমন্ত্রণ করেছেন তাদের মুগ্ধ করতে পারব, মুগ্ধ করতে পারব সেখানকার শ্রোতা-দর্শককে।’ মুহিন খান বলেন, “মূলত শ্রদ্ধেয় জামাল হোসেন ভাইয়ের উদ্যোগেই ২০১৮ সালে আমার সুরে বিশ্বজিৎ স্যার ‘লালন যদি বলত আমায় কেমনে লেখে গানটি’তে কণ্ঠ দিয়েছিলেন। এটা ছিল আমার জন্য অনেক বড় পাওয়া। আবার আগামীকাল স্যারের সঙ্গে দেশের বাইরে একই মঞ্চে গান গাইব, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আগরতলায় যারা এই অনুষ্ঠানের আয়োজক তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]