প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০ | |
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার বলেছেন, তিনি সামরিক হামলার ভয়ে ভীত নন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় ভেনিজুয়েলায় সামরিক হামলা চালানোর ষড়যন্ত্র করছে। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে মাদুরো বলেন, আমরা যুদ্ধ চাই না। আমরা সংঘাত চাই না। আমরা সন্ত্রাস চাই না। তবে আমরা সামরিক হামলায় ভীতও নয় এবং আমরা শান্তির নিশ্চয়তা দিচ্ছি। এ সময় সশস্ত্র বাহিনীর হাইকমান্ড তাকে ঘিরে রেখেছিলেন। ভেনিজুয়েলাকে মানচিত্র থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করায় যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে সমাজতান্ত্রিক এ নেতা বলেন, ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে তারা খুব সহজেই ভেনিজুয়েলায় এটি করে ফেলতে পারবেন। ২০১৮ সালের নির্বাচনে মাদুরো পুনর্নির্বাচিত হন। এ নির্বাচনে ভোট জালিয়াতি করায় মাদুরোর ব্যাপক সমালোচনার পর ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা জুয়ান গুইদো নিজেকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৫০টির বেশি দেশ গুইদোকে স্বীকৃতি দেয়। এদিকে মাদুরোর প্রতি এখনও তুরস্ক, রাশিয়া, চীন ও কিউবার সমর্থন রয়েছে। উল্লেখ্য, এ মাসের গোড়ার দিকে কংগ্রেসে স্টেট অব ইউনিয়নে দেওয়া ভাষণে ট্রাম্প মাদুরোর শাসন ‘ধ্বংস’ করার অঙ্গীকার ব্যক্ত করেন। গুইদো তার এ ভাষণে উপস্থিত ছিলেন। বাসস
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |