logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০
নাইজারে পদপিষ্ট হয়ে নিহত ২৩
আলোকিত ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণকালে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২৩ জন মারা গেছেন। সোমবার দেশটির দিফা শহরে নাইজেরিয়া থেকে আসা শরণার্থীরা খাবার, কাপড় ও নগদ অর্থ সহায়তা নিতে ভিড় করলে এ ঘটনা ঘটে। নাইজারের কর্মকর্তারা এ কথা জানান। দিফা শহর ও এর আশপাশে আড়াই লাখের বেশি শরণার্থী ও গৃহহীন লোক রয়েছেন। এদের অনেকেই নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে তৎপর জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার মুখে দেশ ছেড়ে পালিয়ে এসেছে। জানা যায়, নাইজেরিয়ার বোর্নো রাজ্যের গভর্নর এলাকাটির শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করতে এসে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন। সোমবার সকালে ত্রাণ বিতরণের জন্য স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের গেট খোলার পর সেখানে বহু শরণার্থী জড়ো হন। এক পর্যায়ে প্রচ- ভিড়ের কারণে পদপিষ্টের ঘটনা ঘটে। বিবিসি 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]