logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৮০০ ছাড়াল
সাংহাইয়ে স্কুলশিক্ষা অব্যাহত রাখতে ইন্টারনেটের শরণ
আলোকিত ডেস্ক

চীনে আরও ৯৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে নতুন করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৮৬৮ জনে দাঁড়িয়েছে। তবে জানুয়ারির পর থেকে সোমবারই প্রথম চীনের মূল ভূখ-ে নতুন আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ২ হাজারের নিচে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, দেশটির মূল ভূখ-ে আরও ১ হাজার ৮৮৬ জনের শরীরে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন নতুন রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৪৮ জন। সব মিলিয়ে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৪৩৬ জনে। আর অন্তত ২৬টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়ে গেছে। সোমবার চীনে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে নতুন এ করোনা ভাইরাসে। এর মধ্যে হুবেই প্রদেশেই মারা গেছেন ৯৩ জন। তাতে চীনের মূল ভূখ-ে নতুন করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়েয়েছে ১ হাজার ৮৬৮ জনে। চীনের মূল ভূখ-ে বাইরে নভেল করোনা ভাইরাসে এ পর্যন্ত তাইওয়ান, ফ্রান্স, হংকং, ফিলিপাইন ও জাপানে পাঁচজনের প্রাণ গেছে। সব মিলিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ১ হাজার ৮৭৩ জনে। 
ভাইরাসের বিস্তার ঠেকাতে উহানসহ কয়েকটি শহর গেল জানুয়ারি থেকেই কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। রোববার থেকে পুরো হুবেই প্রদেশে যানবাহন চলাচলের ওপর নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। 
এদিকে নতুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া অব্যাহত থাকায় শিক্ষার্থীদের এখনই স্কুলে ফিরতে হবে না এবং তাদের অনলাইনের মাধ্যমে পাঠদান করা হবে বলে জানিয়েছে চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ের কর্তৃপক্ষ। মঙ্গলবার এক ব্রিফিংয়ে সাংহাইয়ের শিক্ষা কমিটির প্রধান লু জিং এসব কথা বলেছেন । জিং জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সাংহাইয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষা ২ মার্চ থেকে অনলাইনে দেওয়া হবে। এর আগে সাংহাইয়ের কর্তৃপক্ষ এক ঘোষণায় পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে স্কুল বন্ধ থাকবে বলে বলে জানিয়েছিল।
চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের রাজধানী উহানের একটি সি ফুড (সামুদ্রিক খাবার) মার্কেট থেকেই ভাইরাসটি প্রথম ছড়ায় বলে মনে করা হয়। এর সংক্রমণে উপসর্গ হয় অনেকটা ফ্লু’র মতো। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এ রোগের নাম দিয়েছে কোভিড-১৯।
ডব্লিওএইচওর সতর্কবার্তা : সোমবার ডব্লিওএইচও বলেছে, চীনের দেওয়া সর্বশেষ তথ্যে করোনা ভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা কমছে বলে ইঙ্গিত পাওয়া গেলেও ‘সংক্রমণ হ্রাস পাচ্ছে’ বলার মতো সময় এখনও হয়নি। জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অ্যাডহ্যানম বলেন, আক্রান্তের সংখ্যা নিয়ে চীনের প্রকাশিত তথ্যে আক্রান্ত লোকের বয়সের সীমা, রোগের তীব্রতা ও মৃত্যুর হার ইত্যাদির মতো বিস্তারিত তথ্য এসেছে। বিডি নিউজ

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]