logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০
হাজার কোটি টাকা ছাড়াল ডিএসইর লেনদেন
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২১ কোটি ৩৪ লাখ টাকা, যা ১ বছর ১৮ দিন বা ২৫০ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ
নিজস্ব প্রতিবেদক

স্বাভাবিক গতিতে ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলা জারির পর টানা পাঁচ কার্যদিবস উত্থানের পর মঙ্গলবার পতন হয়েছে পুঁজিবাজারে। মঙ্গলবার পতনের মাধ্যমে সমন্বয় হয়েছে পুঁজিবাজারে। আর সমন্বয়ের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ২১ কোটি ৩৪ লাখ টাকা, যা ১ বছর ১৮ দিন বা ২৫০ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালের ৩০ জানুয়ারি আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৪ কোটি টাকার।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক, ডিএসই-৩০ সূচক এবং সিডিএসইটি সূচক কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৮১, ১ হাজার ৫৯১ ও ৯৫১ পয়েন্টে। ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টির বা ৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৮৮টির বা ৫৩ শতাংশের এবং ৩৫টি বা ১০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। সিএসইতে ৬৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
মন্দা অবস্থা থেকে উত্তোরণের জন্য শুধু পুঁজিবাজারে বিনিয়োগে প্রত্যেক ব্যাংক ২০০ কোটি টাকা করে বিশেষ ফান্ড গঠন করতে পারবেÑ মর্মে ১০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করে। ওই সার্কুলারের পর ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ কার্যদিবস টানা উত্থান হয়েছে পুঁজিবাজারে। একই সঙ্গে প্রতি কার্যদিবসেরই বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে মঙ্গলবার পতনের মাধ্যমে কিছুটা সমন্বয় হয়েছে পুঁজিবাজারে। পতন হলেও দুই বাজারে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ৮৮ কোটি টাকা। এর মধ্যে ডিএসইতেই হয়েছে ১ হাজার ২১ কোটি টাকা। এরও আগে পুঁজিবাজার উন্নয়নে প্রধানমন্ত্রী ১৬ জানুয়ারি উচ্চ পর্যায়ের নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠক করেন এবং কয়েকটি নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর ওই বৈঠকের পর ১৯ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ইতিহাসের সর্বোচ্চ বাড়ে। কিন্তু পরবর্তীতে শেয়ার বাজার আবার মন্দায় পতিত হয়। সর্বশেষ ১০ ফেব্রুয়ারি পুঁজিবাজারে বিনিয়োগের জন্য প্রত্যেক ব্যাংককে ২০০ কোটি টাকা করে ফান্ড গঠনের জন্য কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার জারি করে, যার ফলে ইতিবাচক প্রবণতায় ফিরতে শুরু করে পুঁজিবাজার।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]