logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০
ভাড়াটে দিয়ে নোংরামি!
স্পোর্টস ডেস্ক

বাজে সময় যাচ্ছে বার্সেলোনার; একের পর এক চোট, মাঠের নৈপুণ্যেও প্রভাব পড়ছে। এবার যেন মড়ার ওপর খাঁড়ার ঘা বার্সার ওপর। স্প্যানিশ গণমাধ্যমের বরাতে জানা গেছে, ক্লাবের ফুটবলারদের নিয়ে নোংরামি ছড়াতে জনসংযোগ প্রতিষ্ঠান ভাড়া করেছিল স্বয়ং বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেমেউ, তবে যথারীতি তা অস্বীকার করেছেন বার্সা প্রেসিডেন্ট। স্প্যানিশ গণমাধ্যম জানায়, আইথ্রি নামক জনসংযোগ প্রতিষ্ঠানকে ভাড়া করেছিল বার্সা বোর্ড, তাদের কাজ ছিল ফুটবলারদের বিরুদ্ধে নোংরামি ছড়ানো, বর্তমান প্রেসিডেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করা। লিওনেল মেসি, জেরার্ড পিকে থেকে কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলাদের নিয়ে ছড়ানো সব নোংরামিই ছড়িয়েছে প্রতিষ্ঠানটিÑ জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যমই। মোর দ্যান অ্যা ক্লাব (৬৬ হাজার অনুসারী), ‘রেসপেক্ট অ্যান্ড স্পোর্ট’ (৫৬ হাজার ফ্যান), অল্টার স্পোর্টস (২৭ হাজার ফ্যান), স্পোর্ট লিকস (২১ হাজার ফ্যান), জাস্টিস অ্যান্ড ডায়ালগ ইন স্পোর্টস (৮ হাজার ৫০০ ফ্যান) এবং জাউমে, অ্যা হরর ফিল্ম (৫ হাজার ফ্যান)Ñ এ ছয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি থেকে মেসিদের নিয়ে ছড়ানো হয় বিভিন্ন বিদ্বেষমূলক তথ্য। স্প্যানিশ রেডিওতে ৩৬ পৃষ্ঠার একটি ডকুমেন্ট আনা হয়, সেখানেই সব তথ্যের প্রমাণ মেলে। তবে অভিযোগের বিপক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে বার্সা প্রেসিডেন্ট ও বোর্ড; তারা বলছে, ‘বার্সেলোনার বোর্ডের বিরুদ্ধে জনসংযোগ প্রতিষ্ঠান ভাড়া করে ফুটবলারদের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা। এমন কোনো কাজের সঙ্গে বার্সা বোর্ড কখনোই যুক্ত ছিল না।’
স্প্যানিশ রেডিওর এক অনুষ্ঠানে ৩৬ পৃষ্ঠার এক নথিতে পাওয়া তথ্যানুযায়ী বার্সা বোর্ডের সঙ্গে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ ও অ্যাকাউন্টের যোগাযোগ রয়েছে। বর্তমান বার্সা বোর্ড তাদের প্রেসিডেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করা, এবং সে সঙ্গে সাবেক-বর্তমান ফুটবলারদের ও সাবেক সভাপতির ভাবমূর্তি নষ্ট করতে নিয়োজিত বার্সার আন-অফিসিয়াল অ্যাকাউন্টগুলোর পেছনে রয়েছে আইথ্রি নামক প্রতিষ্ঠানটি। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]