logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০
অপারেশন্সের দিকে আঙুল
স্পোর্টস রিপোর্টার

সর্বশেষ ছয় টেস্টের পাঁচটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিদেশের মাটিতে সর্বশেষ আট টেস্টের সাতটিতেই ইনিংস হারের লজ্জায় পড়েছেন টাইগাররা। ভারত ও পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ তিন টেস্টে চার দিনও লড়াই করতে পারেনি বাংলাদেশ। এ দুই সিরিজে বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে সূচিকে দায়ী করছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলেননি বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে ক্রিকেটারদের একমাত্র প্রস্তুতি ছিল চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে প্রথম রাউন্ড। তাই বাজে পারফরম্যান্সের কারণে বাংলাদেশের ক্রিকেট সূচি তৈরির দায়িত্বে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির দিকেই ইঙ্গিত করেছেন বাংলাদেশের প্রধান কোচ। এই প্রোটিয়া কোচ বলেন, ‘সূচির কারণে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে আমাদের প্রস্তুতি খুব খারাপ ছিল। দল হিসেবে আমাদের পারফর্ম করার সময় ছিল না। এ কারণেই এ টেস্টের চার-পাঁচ দিন আগে আমরা দল হিসেবে কিছু জিনিসের উন্নতি করতে পারি এবং ব্যাপকভাবে কাজ করতে পারি।’ মাসপাঁচেক আগে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ডোমিঙ্গো। এরই মধ্যে কোনো খেলোয়াড়রা টেস্ট ক্রিকেটের জন্য যোগ্য সেটা বুঝতে পেরেছেন তিনি। এছাড়া খেলোয়াড়দের কোথায় উন্নতি করতে হবে সেটাও এখন বুঝতে পেরেছেন বলে জানিয়েছেন এ কোচ। ডোমিঙ্গো বলেন, ‘আমি পাঁচ মাস হলো এখানে আছি এবং এখন আমি বুঝতে পারি কোন খেলোয়াড় টেস্ট ম্যাচের জন্য উপযুক্ত এবং খেলোয়াড়দের কোথায় উন্নতি করতে হবে। তাদের কী করা উচিত। তাই আমি সামনে এগিয়ে যাওয়ার জন্য উদগ্রীব।’

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]