logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০
ষষ্ঠবারে সফল মেসি
লরিয়াস পুরস্কার
স্পোর্টস ডেস্ক

 মর্যাদাপূর্ণ লরিয়াস পুরস্কারের জন্য আগেও পাঁচবার মনোনীত হয়েছিলেন লিওনেল মেসি, কিন্তু জিততে পারেননি। ষষ্ঠবারে কপাল খুলল। তবে তাও এককভাবে নয়, ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনের সঙ্গে যুগ্মভাবে জিতলেন বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। তাতে প্রথম ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতে ইতিহাসের পাতায় নতুন করে আরও একবার ঠাঁই নিলেন এ আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড। লরিয়াস পুরস্কারের ২০ বছরের ইতিহাসে এবারই প্রথম যুগ্মভাবে নির্বাচিত হলো বর্ষসেরা ক্রীড়াবিদ। হ্যামিল্টন ও মেসি দুইজনেই সমানসংখ্যক ভোট পেয়ে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন। সোমবার রাতে জার্মানির বার্লিনে বর্ণিল আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

২০১৭ ও ২০১৯ সালের পর তৃতীয়বারের মতো বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হন যুক্তরাষ্ট্রের ২২ বছর বয়সি জিমন্যাস্ট সিমোনে বাইলস। বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে গেল বছর জাপানে তৃতীয়বার বিশ্বকাপজয়ী দক্ষিণ আফ্রিকার রাগবি দল। প্রোটিয়া রাগবি দলের প্রতিদ্বন্দ্বী ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল ও বিশ্বকাপজয়ী যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল। গেল দুই দশকের ‘বেস্ট স্পোর্টিং মোমেন্ট’ পুরস্কার জিতেছেন ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, ঘরের মাটিতে ২০১১ বিশ্বকাপ জেতার পর শচীনকে ঘাড়ে তুলে উদযাপন করেছিল সতীর্থ ক্রিকেটারা, মুহূর্তটি এখনও গেঁথে আছে সমর্থকদের হৃদয়ে। বিভিন্ন ক্যাটাগরির মধ্যে শুধু এ পুরস্কারে সাধারণ দর্শকদের ভোট দিতে পেরেছেন। গেল বছর বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছিলেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ। ৩২ বছর বয়সি বার্সা অধিনায়ক পেছনে ফেলেন টেনিসের রাফায়েল নাদাল, ম্যারাথনার এলিদু কিপচোগে ও গলফার টাইগার উডসের মতো তারকাদের। তবে ছুটিতে থাকায় পুরস্কার বিতরণীতে যেতে পারেননি মেসি। স্প্যানিশ ক্লাব বার্সার হয়ে গেল বছর লা লিগার শিরোপা জেতেন মেসি, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি ছাড়াও জেতেন ইউরোপিয়ান গোল্ডেন শূন্য; এরপর ফিফা দ্য বেস্ট ও রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর পুরস্কার নিজের করে নেন মেসি।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]