logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০
‘কার্বন কমাও : জীবন বাঁচাও’ বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সোমবার ‘কার্বন কমাও : জীবন বাঁচাও’ শীর্ষক এক বিজ্ঞান বক্তৃতাকেন্দ্রীক জলবায়ু সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাভারের অ্যাসেড স্কুলের ১৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 
সোমবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, সৃষ্টি জগতে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার সবার । যে বৃক্ষ কার্বণ ডাইঅক্সাইড শোষণ এবং অক্সিজেন বিতরণের অফুরন্ত আধার, সে বৃক্ষ বিনাশ করছি আমরা অবলীলায়। চীন-যুক্তরাষ্ট্রের দূষণের প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, ভোগবাদী জীবনের চাপে মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে। তিনি আরও বলেন, প্লাস্টিক পলিথিন বর্জন করতে হবে, পাটজাত দ্রব্য ব্যবহার করতে হবে, মোবাইল ফোনের অপব্যবহার বন্ধ করতে হবে, পরিমিত জীবনে ফিরে আসতে হবে। 
শিক্ষার্থীদের মধ্যে আসিফুল ইসলাম, নাফিউর রহমান এবং ফারজানা ইসলাম জলবায়ু রক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পরিকল্পনা উন্নয়ন ও একাডেমির পরিচালক ড. নুরুজ্জামান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]