প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০ | |
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা শিবিরে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে নূর নাহার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শিবিরে এ সংঘর্ষে লেদা রোহিঙ্গা শিবিরের ‘বি’ বক্লের বাসিন্দা নূর আলমের স্ত্রী নিহত হন।
টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ মনির জানান, লেদা রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে এক রোহিঙ্গা নারী নিহত হন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |