প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০ | |
বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার প্রসার এবং এর জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিভাগে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য আয়োজিত হচ্ছে ‘প্রেসাইজ এনার্জি’ শীর্ষক বিজ্ঞান অলিম্পিয়াড। এর আয়োজন করেছে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম। দুই ধাপে পর্যায়ক্রমে রাজশাহী বিভাগের অন্তর্গত বিশ্ববিদ্যালয়গুলোতে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজশাহী বিভাগের অন্তর্গত রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে, অত্র অঞ্চলটিকে প্রথমবারের মতো আয়োজিত এ জাতীয় অলিম্পিয়াডের জন্য বেছে নিয়েছে রসাটম। দুটি ধাপে অনুষ্ঠিতব্য এ অলিম্পিয়াডের প্রাথমিক ধাপ ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি, পর্যায়ক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রাথমিক ধাপে গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্রের মৌলিক বিষয়ের ওপর অংশগ্রহণকারীদের জ্ঞানের পরিধি যাচাই-বাছাই করে পরবর্তী ধাপের জন্য ১৬০ জনকে নির্বাচিত করা হবে।
নির্বাচিতরা তাদের পছন্দ অনুসারে গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্রের মধ্যে যে কোনো একটি বিষয়ে ৩ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষায় অংশ নেবেন। দ্বিতীয় ধাপটি ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি, রূপপুর পারমাণবিক প্রকল্পের নিকটবর্তী ঈশ্বরদী শহরে অনুষ্ঠিত হবে। ২৮ ফেব্রুয়ারি বিকালে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা, স্থানীয় প্রশাসন ও মিডিয়া প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। রসাটমের পক্ষ থেকে মার্চে ঢাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রতিটি বিষয়ে বিজয়ীদের বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে, যার মধ্যে রয়েছে রাশিয়ায় সপ্তাহব্যাপী শিক্ষা সফর।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনা জেলার রূপপুর গ্রামে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |