প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০ | |
রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, কামরাঙ্গীরচর, হাজারীবাগ ও লালবাগ এলাকাকে কলেরাপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ স্থানগুলোর মধ্যে সবচেয়ে বেশি কলেরাপ্রবণ এলাকা মোহাম্মদপুর। আজ রাজধানীর এ ছয়টি থানার ১৬ ওয়ার্ডে শুরু হচ্ছে এক বছরের বেশি বয়সি সবার জন্য কলেরার টিকা খাওয়ানোর ক্যাম্পেইন। বিনামূল্যে টিকা খাওয়ানোর এ কার্যক্রম চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. শাহলীনা ফেরদৌসী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সিনিয়র সায়েন্টিস্ট ড. ফেরদৌসী কাদরী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, গ্যাভির আর্থিক সহায়তায় এ টিকাদান উদ্যোগ পরিচালিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে শাহলীনা ফেরদৌসী বলেন, কলেরা একটি প্রাচীন খাদ্য ও পানিবাহিত রোগ, যার প্রাদুর্ভাব গঙ্গা বদ্বীপ থেকে শুরু করে ইউরোপ ও আমেরিকা পর্যন্ত বিস্তৃত। বর্তমানে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার ৪৭ দেশ কলেরায় আক্রান্ত হয়। যেসব এলাকায় নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার অপ্রতুলতা রয়েছে, সেখানে কলেরার প্রাদুর্ভাব বেশি দেখা যায়। কলেরা একটি ডায়রিয়া জাতীয় রোগ, যা দেহে দ্রুত পানিশূন্যতার সৃষ্টি করে এবং সময়মতো চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রতি বছর পৃথিবীতে প্রায় ১৩ লাখ থেকে ৪০ লাখ মানুষ কলেরায় আক্রান্ত হন। বাংলাদেশসহ আটটি উন্নয়নশীল দেশে বছরে প্রায় ১ লাখেরও বেশি মানুষ কলেরায় আক্রান্ত হন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা সিটি করপোরেশনের অন্তর্গত মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, কামরাঙ্গীরচর, হাজারীবাগ ও লালবাগ এলাকার ১৬টি ওয়ার্ডে (ওয়ার্ড নং-৯, ১০, ১৪, ২২-২৫, ২৯-৩৪, ৫৫-৫৭) ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মুখে খাওয়ানোর কলেরা টিকাদান কার্যক্রম বাস্তবায়নের কর্মসূচি নেওয়া হয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |