logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০
লৌহজংয়ে মন্দিরে হামলা : আহত ৫
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মন্দিরের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শীতলা মন্দিরে ও হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বেদে সম্প্রদায়ের যুবকরা। মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রায় হিন্দু পল্লীতে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা স্থানীয় শীতলা মন্দিরের শীতলা মূর্তি ভাঙচুর ও পার্শ¦বর্তী সবুজ দাসের বাড়ি ভাঙচুর করে। এতে শিশু ও বৃদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান, এ ঘটনায় সন্দেহভাজন পাঁচ যুবককে আটক করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]