
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০ | |
চীনের উহানের একটি শীর্ষস্থানীয় হাসপাতালের পরিচালক করোনা ভাইরাসের সংক্রমণে মারা গেছেন। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, উহানের উচাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিং মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মারা যান। ৫১ বছর বয়সি ঝিমিং ছিলেন উহানের সবচেয়ে ভালো হাসপাতালগুলোর একটির পরিচালক। নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণে প্রাণ হারানো চীনের নামকরা চিকিৎসকদের মধ্যে তিনি দ্বিতীয়। ভাইরাসটি নিয়ে প্রথম সতর্ক করে তিরস্কৃত হওয়া চিকিৎক লি ওয়েনলিয়াং এ মাসের শুরুতে মারা যান। তার মৃত্যুতে লাখ লাখ চীনা নাগরিক শোক প্রকাশ করে।
চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরের একটি সি ফুড (সামুদ্রিক খাবার) মাকের্ট থেকেই ভাইরাসটি প্রথম মানুষের মধ্যে ছড়ায় বলে মনে করা হয়। এর সংক্রমণে উপসর্গ হয় অনেকটা ফ্লুর মতো। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) করোনা ভাইরাসজনিত রোগের নাম দিয়েছে কোভিড-১৯।
চীনের হাজার হাজার চিকিৎসাকর্মী জীবন বাজি রেখে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। আর তাতে কয়েকজন চিকিৎসা কর্মী ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিকে চিকিৎসক লির মৃত্যুর মতো উহানের হাসপাতাল পরিচালক ঝিমিংয়ের স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও সোমবার চীনা ইন্টারনেট জগতে বিভ্রান্তি ছিল। রাতে হুবেই স্বাস্থ্য কমিশনের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রথমে তার মৃত্যুর খবর দেওয়া হলেও পরে সংশোধনী পোস্টে তার জীবিত থাকার কথা বলা হয়। আগের ভুলের জন্য সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত নন ঝিমিংয়ের এমন এক ঘনিষ্ট বন্ধুকে দায়ী করে দ্বিতীয় পোস্টে বলা হয়, ঝিমিংয়ের স্বজনদের তথ্যমতে, হাসপাতাল তাকে বাঁচানোর জন্য এখনও যথাসাধ্য চেষ্টা করছে। তবে মঙ্গলবার সকালে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ঝিমিংয়ের মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। চীনের এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা শুক্রবার জানান, দেশটির ১ হাজার ৭১৭ স্বাস্থ্যকর্মী নতুন করোনা ভাইরাসে আক্রান্ত, যাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে বেইজিংকে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বিডি নিউজ
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |