প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০ | |
মাগুরার শ্রীপুরে রাস্তায় গাছ ফেলে ইজিবাইক থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে এ ঘটনায় দোরাননগর নামক স্থানে জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, তার সহকর্মী আ. আওয়াল ও তাদের পরিবারের কয়েক সদস্যের সর্বস্ব লুট করে নেয় ডাকাতরা। শিক্ষা সফর শেষে তারা বাড়ি ফিরছিলেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, উপজেলার জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ থেকে সোমবার সকালে নাটোরের গণভবনসহ বিভিন্ন স্থান ভ্রমণে যান কলেজের সহকারী অধ্যাপক ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল ও একই কলেজের শিক্ষক আ. আওয়ালসহ তাদের পরিবারের সদস্যরা। তারা শিক্ষা সফরে অংশ নেওয়া শিক্ষার্থীদের পথে কলেজে বাস থেকে নামিয়ে নিজেরাও ইজিবাইকযোগে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দোরাননগর নামক স্থানে পৌঁছালে রাত পৌনে ১২টার দিকে একদল ডাকাত পাকা রাস্তায় গাছ ফেলে তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় অপর এক মোটরসাইকেল আরোহী ও বিপরীত দিক থেকে আসা মালামাল বোঝাই নসিমনসহ দুজনকেও জিম্মি করে একই কায়দায় তাদের অর্থ ও মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা। খবর পেয়ে ওসি মো. মাহবুবুর রহমানসহ নাকোল ফাঁড়ি ও টহল দলের পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ডাকাতরা তার আগেই পালিয়ে যায়। এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। মাগুরার পুলিশ সুপার খান মো. রেজোয়ান মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |