logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০
বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড অর্ধকোটি টাকার ক্ষতি
আলোকিত ডেস্ক

ভয়াবহ অগ্নিকাণ্ডে সিরাজগঞ্জে ছয়টি দোকান, নাটোরের বড়াইগ্রামে বসতবাড়ি, ময়মনসিংহের ভালুকায় গরুর ফার্ম ও ফরিদপুরের মধুখালীতে চারটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাতে পল্লী চিকিৎসক আমীর খসরুর ওষুধের দোকানের বৈদ্যুতিক মিটারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। পরে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটে আবদুস সামাদ নামে এক কৃষকের বসতবাড়ি পুড়ে গেছে। এতে বাড়ির দুুটি বসতঘর ও ঘরে থাকা দুই লাখ টাকাসহ আট লাখ টাকার মালামাল পুড়ে গেছে। নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন জানান, সোমবার রাতে আকস্মিকভাবে আবদুস সামাদের শয়নকক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভালুকা : ময়মনসিংহের ভালুকায় এসএস এগ্রো ফার্মে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার বিকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ফার্মের মালিক হাজী সালাউদ্দিন সরকার জানান, ফার্মে খড়ের মাঝে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

মধুখালী : ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নে রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। মঙ্গলবার ভোররাতে মেগচামী ইউপি কার্যালয়ের সামনে বোর্ডবাজারে এ ঘটনা ঘটে। মধুখালী ফায়ার স্টেশনের কন্ট্রোল ডিউটিতে নিযুক্ত মিরাজ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে। এতে ৫০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]