
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০ | |
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইভটিজিং, বাল্যবিয়ে, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধে সলিমউদ্দিন চৌধুরী বিশ^বিদ্যালয় কলেজে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার কাঞ্চন পৌরসভার সলিমউদ্দিন চৌধুরী বিশ^বিদ্যালয় কলেজ অডিটরিয়ামে কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুমের সভাপতিত্বে শিক্ষার্থীদের সচেতন করতে এ সভা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলার সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী। এ সময় উপস্থিত ছিলেন ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম, এসআই আবুল কালাম আজাদ, অত্র কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর, আশরাফউদ্দিন, জামাল সরকার, প্রভাষক আরমান উদ্দিন, মহিউদ্দিন, হালিম মিয়া, কামাল দেওয়ান, এফএনএফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আওলাদ মাহবুব প্রমুখ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |