logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০
দুই পক্ষের সংঘর্ষে মাদক ব্যবসায়ী নিহত
ষ দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব আলী। দিনাজপুর পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর বাজারের কাছে শালবাগানে মাদক ব্যবসায়ীদের দুটি গ্রুপের গুলিবিনিময়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সেতাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আইয়ুব আলী নিহত হন। পুলিশ বলছে মাদক ব্যবসার অবৈধ প্রভাব বিস্তার ও আভন্তরীণ কোন্দলের কারণেই দুটি গ্রুপের মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়। নিহত আইয়বু আলী সেতাবগঞ্জ পৌর এলাকার রেল কলোনিপাড়ার আবদুর রহমানের ছেলে। 

তার বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ডিবি পুলিশের পরিদর্শক এটিএম গোলাম রসুল জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর শালবাগান এলাকায় বিশেষ চালাচ্ছিল। এ সময় শালবাগানের ভেতরে গোলাগুলির শব্দ পেয়ে স্থানীয় পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হন তারা। তখন পুলিশ সদস্য এবং স্থানীয়দের জানমালের রক্ষার্থে সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দুটি অবিস্ফোরিত ককটেল, দুটি লোহার হাসুয়া, দুটি জিপারে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]