প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০ | |
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর মঙ্গলবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীর সরফভাটা এলাকায় নিখোঁজ মা-ছেলের লাশ পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। মৃত টুম্পা মজুমদার ও তার ছেলে বিজয় মজুমদার চট্টগ্রামের মিরশ্বরাই উপজেলার জোরারগঞ্জের হরিপুর মজুমদার বাড়ির রাজিব মজুমদারের স্ত্রী ও সন্তান। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, কাপ্তাইয়ে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার সকালে লাশ দুটি দেখতে পেয়েছেন স্থানীয়রা। আমি ১০টার দিকে লাশের খবর জেনেছি। বিষয়টি রাঙ্গুনিয়া প্রশাসন দেখবেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |