
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০ | |
আরও একবার খবরের শিরোনামের উঠে এলেন রণবীর। কিন্তু এবার তিনি একা নন, সঙ্গী স্ত্রী দীপিকাও। গতকালই রণবীর নিজের ইনস্টা পেজে শেয়ার করলেন ‘৮৩’-তে কপিল দেব ও তার স্ত্রী রোমি দেবের ভূমিকায় তাদের লুক। এরই মধ্যে সে ছবি নেটাগরিকদের প্রশংসা কুড়িয়েছে। কয়েক মাস আগেই ‘৮৩’-এর ফার্স্ট লুক নেট দুনিয়ায় ঝড় তুলেছে। কপিল দেবের ভূমিকায় রণবীরের সেই লুক নজর কেড়েছে সবার। ১৯৮৩ সালে বিশ্বকাপ ক্রিকেট ভারতের প্রথম জয়কে ঘিরেই ‘৮৩’-এর মূল কাহিনি। আসছে ১০ এপ্রিল মুক্তি পাবে এ ছবি। ভক্তদের মধ্যে এ ছবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।
ছবিতে ভারতীয় দলের ব্লেজারে কপিল দেব ওরফে রণবীর। দীপিকার পরনে কালো টারটেল নেক টি-শার্ট আর খাকি রঙের স্কার্ট। দুজন তাকিয়ে রয়েছেন দুজনের দিকে। দৃষ্টিতে প্রেম। প্রিয় জুটির এ ছবি দেখে অনুগামীরা আবেগে আপ্লুত। ২০১৩ সালে ‘গালিও কি রাসলীলা রামলীলা’র সেটে বন্ধুত্ব এবং পরে প্রেম। তারপর একের পর এক হিট সিনেমায় কাজ করেছে রণবীর-দীপিকা জুটি। ২০১৮-তে গাঁটছড়া বাঁধলেন তারা। বিয়ের পর ‘৮৩’ ছবিতেই প্রথম স্ক্রিন শেয়ার করবেন এ দম্পতি। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি প্রতিবারের মতো এবারও ভক্তদের মনে দাগ কাটবেÑ এ বিষয়ে আশাবাদী ‘৮৩’ ছবির পরিচালক কবীর খান। কপিল দেব ও রোমি দেবের সম্পর্কের রসায়ন যে দারুণভাবে ফুটে উঠবে রণবীর-দীপিকা জুটির মধ্য দিয়ে সে বিষয়ে নিশ্চিত পরিচালক।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |