logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০
৩১ মার্চ রাজকীয় দায়িত্ব ছাড়বেন হ্যারি-মেগান
আলোকিত ডেস্ক

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। এরপর থেকে তারা আর কোথাও ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধিত্ব করবেন না। তবে তাদের পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা এক বছর পর্যন্ত পর্যবেক্ষণে থাকবে। হ্যারি-মেগানের মুখপাত্র একথা জানিয়েছেন। চলতি বছরের শুরুতে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হ্যারি-মেগান। তারা রাজপরিবারের ব্যয়ের জন্য বরাদ্দ অর্থ না নিয়ে তারা আর্থিকভাবে স্বনির্ভর জীবনযাপন করবেন বলে জানান। তারা তাদের শিশুসন্তান আর্চিকে নিয়ে যুক্তরাজ্য ও উত্তর আমেরিকায় জীবনযাপন করবেন বলে সিদ্ধান্ত জানিয়েছেন। চলতি মাসের শেষের দিকে যুক্তরাজ্যে ফিরবেন হ্যারি ও মেগান। মার্চ পর্যন্ত দেশটির ছয়টি অনুষ্ঠানে অংশ নেবেন তারা। এরপর ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে রাজপরিবারের দায়িত্ব ছাড়বে এ দম্পতি। হ্যারি ও মেগান এরই মধ্যে একটি দাতব্য প্রতিষ্ঠান তৈরি করেছেন, যেটি উত্তর আমেরিকা এবং আফ্রিকায় নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করবে। বিবিসি

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]