logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০
বিতর্কে কোণঠাসা ব্লুমবার্গ
আলোকিত ডেস্ক

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে মনোনয়ন লাভের আশায় টেলিভিশন বিতর্কে অংশ নিতে শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। বুধবার রাতে নেভাদায় রাজ্যে এমনই এক বিতর্কে অংশ নেন নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। তবে প্রথম বিতর্কেই তিনি ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন দৌড়ে থাকা বাকি নেতাদের প্রবল সমালোচনার মুখে পড়েন। ধনকুবের ব্লুমবার্গ পানির মতো অর্থ খরচ করে হোয়াইট হাউজে প্রবেশে ছাড়পত্র কিনে নেওয়ার চেষ্টা করছেন বলে বাকিরা অভিযোগ করেন। তাছাড়া ব্লুমবার্গ মনোনয়ন পেলে মেয়র ও ব্যবসায়ী হিসেবে তার গোলমেলে কার্যকলাপের আলোকে নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির ভরাডুবি হবে বলে বাকি নেতারা আশঙ্কা প্রকাশ করেন। প্রবল আক্রমণের মুখে ব্লুমবার্গ কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবার পক্ষে তিনি নিজের যুক্তি পেশ করেন তিনি। প্রচারে ব্যয়ের অঙ্ক সম্পর্কে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে তাড়ানোর জন্যই তিনি অর্থ খরচ করছেন। ডয়েচে ভেলে

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]