প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০ | |
আড়াই বছর ক্যাম্পেইন করে বাফুফের নির্বাচনের মাঠ থেকে দুই মাস আগে পিঠটান দিয়েছেন জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং ক্লাব অ্যাসোসিয়েশন সভাপতি তরফদার রুহুল আমিন। ৩০ এপ্রিলের মধ্যে নির্বাচন জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন। তরফদার রুহুল আমিন সরে দাঁড়ালে মনে হচ্ছিল কাজী সালাহউদ্দিন হয়তো নির্বাচন ছাড়াই চতুর্থবার সভাপতি হয়ে যাচ্ছেন! কিন্তু দৃশ্যপটে আবির্ভূত হয়েছে বাফুফের বর্তমান কমিটির সহসভাপতি বাদল রায়; নির্বাচনের মাঠে সালাহউদ্দিনকে চ্যালেঞ্জ জানাবেন। সালাহউদ্দিন বিরোধী পক্ষের অন্যতম নেতা সাবেক জাতীয় ফুটবলার বাদল রায় বৃহস্পতিবার মোহামেডান ক্লাবে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, ‘সভাপতি পদে কেউ নির্বাচন না করলেও আমি দাঁড়াব।’ যদিও শারীরিকভাবে সুস্থ নন বাদল রায়; তারপরও বাফুফে সভাপতির মতো পদে নির্বিঘেœ কাজ করতে পারবেন বিশ্বাস বাদল রায়ের; নতুন জীবন নি?য়ে ফিরে আসা বাদল দেশের ফুটবল উন্নয়নে কাজ করার চেষ্টা ক?রছেন। এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ৩৮০ উপ?জেলায় প্রতিভা অন্বেষণ করেছেন। বাফুফে সভাপতিকে একা?ডে?মি করার প্রস্তাবও নাকি দিয়েছিলেন তিনি; কিন্তু হয়নি। বাদল রায়ের চোখে সালাহউদ্দিনের সাংগঠ?নিক দক্ষতা একেবা?রেই নেই; শুধু চেয়ারটা উপ?ভোগ ক?রছেন তিনি।’ বাফুফে সহসভাপতির বিশ্বাস রুহুল আমিন সরে যাননি; তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পেছনে দায়ী সালাহউদ্দিন। তরফদার সাহেব সরে গেছেন; আমি মরিনি। যতদিন বেঁচে থাকব অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কথা বলে যাব।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |