
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০ | |
বছর দশেক আগেও ক্রিকেটে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে ছিল জিম্বাবুয়ে; কিন্তু সময়ের পরিক্রমায় জিম্বাবুয়ের চেয়ে পরিসংখ্যানে যোজন যোজন এগিয়ে গেছে বাংলাদেশ, এখনকার বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে বলতে গেলে ছোট দল; মাঠে নামার আগেই বলে দেওয়া যায়, হেসেখেলে জিতবে টাইগাররা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন তেমনটা মনে করছেন না! তার ভয়, সাম্প্রতিক সময় টেস্টে বাংলাদেশ যেমন খেলছে, তাতে হারতে পারে জিম্বাবুয়ের কাছেও! ব্যাখ্যাও দিয়েছেন বৃহস্পতিবার।
বিসিবি সভাপতির শঙ্কার পেছনে যথেষ্ট যুক্তিও আছে, সর্বশেষ ৬ টেস্টের মধ্যে ৫টিতেই ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। ভারতের মাটিতে গিয়ে নাকাল হওয়ার পর পাকিস্তানেও একমাত্র টেস্টে পাত্তা পায়নি, কোনো টেস্টই পাঁচ দিনে টেস্টে নিতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের আগে তাই সতর্ক বিসিবি সভাপতি নাজমুল হাসান; সতর্ক বললে কমই বলা হবে, ঘরের মাঠে খেলা হলেও বিসিবি সভাপতি জিম্বাবুয়েকে বরং এগিয়ে রাখছেন বাংলাদেশের চেয়ে! বলেছেন, ‘আমরা গণমাধ্যমে কয়েকদিন ধরে যা দেখছি, মনে হচ্ছে জিম্বাবুয়ের সঙ্গে খেলার আগেই জিতে গেছি। ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আমরা যা দেখলাম, জিম্বাবুয়ের বিপক্ষে জিতব এমনটা মনে করে বসে থাকার উপায় নেই।’ কারণও ব্যাখ্যা করলেন বিসিবি সভাপতি, ‘জিম্বাবুয়ে জিম্বাবুয়ের জায়গায়ই আছে, কিন্তু আমরা আগের অবস্থানে নেই। ফলে জিম্বাবুয়ে আমাদের থেকে এগিয়ে। তারা ভালো করছে, বিশেষ করে টেস্টে। যদি আমাকে জিজ্ঞেস করেন ঘরের মাঠে একটি দেশের সবচেয়ে বাজে পারফরম্যান্স কোনটি? আমি বলব আফগানিস্তানের কাছে হার। এটা মেনে নেয়ার মতো নয়। যদি আমরা আফগানিস্তানের কাছে হারতে পারি, হারতে পারি জিম্বাবুয়ের কাছেও।’
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |