logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০
ভাষা দিবসে ইফার কর্মসূচি ৭৮ হাজার স্থানে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা
নিজস্ব প্রতিবেদক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের ৭৮ হাজার স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করবে ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহম্মদ নিজাম উদ্দিন। নিজাম উদ্দিন জানান, শুক্রবার সকালে ৬৪ বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০৫ উপজেলা/জোন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ৭৩ হাজার ৭৬৮ কেন্দ্র, ৫৫০ মডেল রিসোর্স সেন্টার, ১ হাজার ৫০০ সাধারণ রিসোর্স সেন্টার, ৫৫৫ মডেল লাইব্রেরি, ১০১০ দারুল আরকাম মাদ্রাসা, ৫০ ইসলামিক মিশন কেন্দ্র, ৪৬৫ মক্তব ও সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমিসহ ৭৮ হাজার ৪৭৪ স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সব জেলা ও উপজেলা কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধুর বিশেষ অবদান’ শিরোনামে আলোচনা সভা, কিরাত, হামদ-নাত ও মাহফিল অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]