logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০
লাকসামে হিজড়াদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে হিজড়া গুরু সোলেমান হোসেন চুমকিকে চিকিৎসা না দিয়ে মৃত ঘোষণা ও থানায় মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে হিজড়া সম্প্রদায়ের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা লাকসাম হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর ও ব্রাদার আবুল খায়েরকে আহত করে। এ ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে হিজড়া সম্প্রদায়ের বিরুদ্ধে লাকসাম থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। সংবাদ সম্মেলনে সোলেমান হোসেন চুমকিসহ (গুরু) হিজড়া সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]