
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০ | |
সিলেট বনবিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিস ও চুনারুঘাট টহল বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাছ ও গাড়িভর্তি চেরাই কাঠ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসের অফিস সহযোগী জিতেন্দ্র শুক্লবৈদ্য এ তথ্য নিশ্চিত করে জানান, রেঞ্জ কর্মকর্তা আবদুল খালিকের নেতৃত্বে বন রক্ষীরা বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের চুনারুঘাট উপজেলার উবাহাটার হাইওয়ে থানার কাছে অভিযান চালালে শায়েস্তাগঞ্জগামী মিনি ট্রাকভর্তি দেশীয় গর্জনের চেরাই কাঠ উদ্ধার হয়। এর আগে ১৯ ফেব্রুয়ারি রাতে বাহুবলের মিরপুরের বানিয়াগাঁও থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৬৯ ফুট সেগুন গাছ ও একই রাতে তিতারকোনা থেকে ৭০ ফুট আকাশমনি গাছ উদ্ধার হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার খোয়াই নদীর বাঁধে ২০০৩-০৪ সালে রোপণকৃত পাঁচটি আকাশমনি গাছ কেটে নিয়ে যায় চিহ্নিত চোররা। পৃথক অভিযানে গাছ ও গাড়িভর্তি কাঠ উদ্ধারের ঘটনায় বন আইনে মামলা হয়েছে। এ অভিযানে সহায়তা করে চুনারুঘাট টহল বাহিনী।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |