logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০
পাবনা প্রেসক্লাব নির্বাচনের মনোনয়নপত্র দাখিল
পাবনা প্রতিনিধি

পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ১৭টি পদে ৩৩ জন মঙ্গলবার রাত ৯টায় প্রেসক্লাবে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। ১ মার্চ পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক ২০২০-২২ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্র জানায়, এবিএম ফজলুর রহমান ও সৈকত আফরোজ আসাদ প্যানেল ১৭ পদে, আখতারুজ্জামান আখতার ও কামাল সিদ্দিকী প্যানেল ১৫ পদে এবং হাবিবুর রহমান স্বপন সভাপতি পদে এককভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান বলেন, উৎসবমুখর পরিবেশে সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]