logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০
পীরগঞ্জে ১৮ সেতু ও কালভার্ট নির্মাণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন রাস্তায় জনদুর্ভোগ লাঘবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১৮টি সেতু ও কালভার্ট নির্মাণের কাজ এগিয়ে চলছে। এজন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলার ১৫টি ইউনিয়নে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, মানুষের চলাচল সহজ করতে পল্লি এলাকায় বেশিরভাগ সেতু ও কালভার্ট নির্মাণ করা হচ্ছে। সর্বনিম্ন ৮ মিটার এবং সর্বোচ্চ ১৮ মিটার দৈর্ঘ্য ও ৪.৫ মিটার প্রস্থে এসব সেতু এবং কালভার্ট নির্মাণের কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছর জুনের মধ্যে এসব সেতু ও কালভার্টের নির্মাণকাজ শেষ হবে। নির্মাণাধীন সেতু ও কালভার্টগুলো হচ্ছে চতরা ইউনিয়নের কুমারপুরের ডাংগাপাড়া, সন্দলপুরের সুরানন্দপুর, মাটিয়ালপাড়া ও যাদবপুরের শমসেরপাড়ার সড়কের। কাবিলপুর ইউনিয়নের আঁখিরা খালের ওপর শ্রীরামপুরের জামদানি এবং আজমপুর বেড়িবাঁধ সড়ক, রায়পুর ইউনিয়নের বড় নিজামপুরের বড়ঘাটা ও আঁখিরা খালের ওপর ধুলগাড়ি কুমারগাড়ী সড়ক, টুকুরিয়া ইউনিয়নের বিছনা ভিটাপাড়া এবং ভগবানপুরের সুজারকুটির নামাপাড়া সড়ক, শানেরহাট ইউনিয়নের পাহাড়পুরের দামোদরপুর ও দুবরাজপুর মণ্ডলপাড়া শানেরহাটগামী সড়ক, চৈত্রকোল ইউনিয়নের অনন্তরামপুরের বাসুদেবপুর এবং শাল্টি পশ্চিমপাড়া সড়ক, বড় আলমপুর ইউনিয়নের ধর্মদাসপুরের সড়ক, পাঁচগাছি ইউনিয়নের পদ্মপুকুরের সড়ক ও দুরামিঠিপুর ইউনিয়নের সৈইল ডুবরি বিলের সড়কে এসব সেতু-কালভার্ট নির্মিত হচ্ছে। এসব সেতু এবং কালভার্ট নির্মাণের ব্যাপারে চৈত্রকোল ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ, চতরা ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক শাহিন, কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি ও মিঠিপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম ফারুক আহম্মেদ জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নির্মিত সেতু এবং কালভার্টগুলো নির্মাণের ফলে মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। ইউনিয়নগুলোর দেড় থেকে ২ লাখ মানুষের যাতায়াত সহজ হবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]