প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০ | |
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াদাড়ি গ্রামের তালুকদার বাড়িতে বৃহস্পতিবার পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ হামলা চালিয়ে মা রাশিদা বেগম ও ছেলে মিয়াজ তালুকদারকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এলাকাবাসী তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত মিয়াজ তালুকদার চাঁদপুর ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কবির হোসেন ও ইকবাল নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে। ঘটনার পরপরই থানায় মামলা হয়েছে। আহতের বড় ভাই রাজন তালুকদার জানান, পূর্বশত্রুতার জেরে এলাকার দুই ভাই অতর্কিত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে তার ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
এ সময় বাধা দিলে মাকেও জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাটি কাউকে জানালে তারা জানে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মামলা হয়েছে। মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইস বলেন, হামলার ঘটনায় ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করেছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |