
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০ | |
পরিত্যক্ত প্লাস্টিকের যথাযথ ব্যবহারে বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে মনে করছে ফেনীর তিন কিশোর মো. আবদুস সামি ভূঞা, তাসনিমুল হাসান নাফিজ ও খালিদ বিন ইমাদ। এতে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও দূষণ থেকে পরিবেশ রক্ষা পাবে। এমন উদ্ভাবন প্রদর্শন করে এরই মধ্যে তারা স্বীকৃতিও পেয়েছে। ফেনী সদর উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রথম স্থান অর্জন করে পুরস্কার লাভ করে। ইয়াং বাংলা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির আয়োজনে বিচ্ছুরণ প্রতিযোগিতায় সারা দেশে প্রথম সারির অবস্থান লাভ করে। এ তিন খুদে শিক্ষার্থী ফেনী শহরের শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।
এদের একজন মো. আবদুস সামি ভূঞা জানান, পরিত্যক্ত প্লাস্টিক ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আমাদের দেশে প্লাস্টিকের বর্জ্য থেকে জ্বালানি তৈরির ঘটনা পুরোনো হলেও বিদ্যুৎ উৎপাদন উদ্ভাবন নতুন। শুধু বিদ্যুৎ নয়, একই প্রক্রিয়া ব্যবহার করে পেট্রোল, গ্যাস, ফটোকপির কালি ও চুনা পাথর উৎপাদন সম্ভব। সামি আরও জানায়, দুই বন্ধুসহ প্রথমে ২৩৪টি প্লাস্টিকের বর্জ্য দিয়ে উদ্ভাবন চেষ্টা শুরু করি। প্লাস্টিকের বহুমুখী ব্যবহার করতে উৎপন্ন ক্ষতিকর ধোঁয়া পাইপের মাধ্যমে একটি পাত্রে চুনের পানির সঙ্গে মিশ্রিত করায় চুনা পাথর উৎপন্ন হবে। এটি সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর অন্যতম উপাদান। এ প্রক্রিয়ায় দুইভাবে বিদ্যুৎ উৎপন্ন করার চেষ্টা করি। প্রথমে হিট সেন্সরের মাধ্যমে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপর হলে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। ৬ বোল্ট ডিসি কারেন্ট উৎপন্ন করে। সেটি একটি ট্রান্সপরমারের মাধ্যমে ১৮ থেকে ২০ বোল্ড এসি বিদ্যুৎ তৈরি করতে পারবে। দ্বিতীয়ত, একটি বড় পাত্রে রাখলে তাপ লেগে উৎপন্ন হওয়া বাষ্পে টার্মাইন স্থাপন করে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। তার মতে, প্রতিদিন রাজধানীতে ১০ লাখ প্লাস্টিক সামগ্রী ব্যবহার হয়। এ প্রক্রিয়া গ্রহণ করা হলে বিদ্যুৎ উৎপাদনে সরকারের খরচ যেমন সাশ্রয় হবে, তেমনি রাজস্ব আয়ও বাড়বে বলে সামির দাবি।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |