logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০
বিদেশি চোরাই কাপড় জব্দ আটক ১৫
কোস্ট গার্ডের অভিযান
নিজস্ব প্রতিবেদক

শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা প্রায় ১০ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় কাপড় জব্দ করে ১৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। রোববার কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান পাথরঘাটা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরী মুকরী এলাকায় অভিযান চালিয়ে পণ্যগুলো আটক করা হয়। 
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দলের পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিসিজি স্টেশান পাথরঘাটার টহল দল মেঘনা নদীর সোনার চর এলাকায় পিছু ধাওয়া শুরু করে। পরবর্তী সময় চরফ্যাশন উপজেলার চর কুকরী মুকরী এলাকায় চারজন ভারতীয় ও ১১ জন বাংলাদেশি ক্রু সহকারে অবৈধ কাপড় বোঝাইকৃত ট্রলারটি আটক করা হয়।
ট্রলার তল্লাশি করে প্রায় ২৫,০০০ পিস উন্নতমানের বিদেশি শাড়ি, লেহেঙ্গা ও থ্রি-পিস জব্দ করা হয়। আটকরা হলেন- রমেশ দাস, পরান দাস, সুভাস ম-ল, লক্ষণ মায়তি, উত্তম কুমার দাস, রবিন কুমার দাস, কালাচাঁদ সিং, মৃণাল চন্দ্র দাস, মো. মিজান (৪০), মো. জসিম উদ্দিন, মাহমুদুল হাসান, সনজিত মালো, মো. হানিফ, মো. আবু বকর, সোবহান মৃধা। 
আটককৃত ১৫ জন ও উদ্ধারকৃত বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়। আটক কাপড় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  জব্দকৃত মালামালের আনুমানিক বর্তমান প্রচলিত বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। 
কোস্ট গার্ড দক্ষিণ জোনের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান, জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের  অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]