logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০
দিনাজপুরে দুই ডাকাত ও পাবনায় সন্ত্রাসী নিহত
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’
আলোকিত ডেস্ক

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দিনাজপুরের নবাবগঞ্জে দুই ডাকাত এবং পাবনা পৌর এলাকায় এক সন্ত্রাসী নিহত হয়েছে। প্রতিনিধিদের খবর
দিনাজপুর : নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। এ সময় ডাকাতের ছোড়া গুলিতে পুলিশের চার সদস্য গুরুতর আহত হন। বৃহস্পতিবার ভোর ৪টায় উপজেলার শালখুড়িয়া ইউনিয়নের ছোট মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ডাকাত হলো গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (২৮) ও ঘোড়াঘাট উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হামিদ আলীর ছেলে ওয়াজেদ আলী (৩০)। 
আহত পুলিশ সদস্যরা হলেন নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামসুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) রিমেল মানিক, কনস্টেবল তুষার ও কনস্টেবল কাদের।
জানা গেছে, মঙ্গলবার রফিকুল ইসলাম ও ওয়াজেদ আলীকে পুলিশ অভিযান চালিয়ে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার ভোরে নবাবগঞ্জ উপজেলার শালখুড়িয়া ইউনিয়নের ছোট মাগুরা গ্রামে অভিযানে যায়। আটক দুই ডাকাত সদস্যের সহযোগীরা বিষয়টি টের পেয়ে পুলিশের ওপর গুলি ছোড়ে। ডাকাতের ছোড়া গুলিতে চার পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে পুলিশের পাল্টা গুলিতে ডাকাত সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম ও ওয়াজেদ আলীর লাশ উদ্ধার করা হয়। আহত চার পুলিশ সদস্যকে পুলিশের নিজস্ব হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত দুই ডাকাতের লাশ বৃহস্পতিবার সকালে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
পাবনা : পাবনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হাব্বান মন্ডল নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। হাব্বান পাবনা পৌর এলাকার দক্ষিণ রামচন্দ্রপুর মন্ডলপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে হাব্বানের মৃত্যু হয়। পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরশিবরামপুর সøুইচগেট সংলগ্ন একটি কলাবাগানে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করে। পুলিশের দাবি, হাব্বান চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ বিভিন্ন আইনে ১২টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুর সøুইচগেট সংলগ্ন একটি কলাবাগানে একদল সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছেÑ এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে সেখানে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। এ সময় পুলিশের চার সদস্য আহত হন। গুলাগুলি শেষে পুলিশ কলাবাগানের ভেতর তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে। স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যক্তিকে মন্ডলপাড়ার সন্ত্রাসী হাব্বান বলে শনাক্ত করে। গুরুতর আহত হাব্বানসহ আহত পুলিশ সদস্যদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে হাব্বানের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]