logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০
হবিগঞ্জে বিতরণ হবে ৪৩ হাজার ফলের চারা
হবিগঞ্জ প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে জেলার শায়েস্তাগঞ্জ ফরেস্ট অফিসে প্রায় ৪৩ হাজার ফলের চারা প্রস্তুত করা হচ্ছে। ৫ জুন পরিবেশ দিবসে এ চারাগুলো উপহার হিসেবে শায়েস্তাগঞ্জ ও বাহুবল উপজেলার তৃণমূল মানুষের মধ্যে প্রদান করা হবে। ফরেস্ট অফিসের রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল খালিক এ তথ্য নিশ্চিত করে বলেন, আমলকী, হরীতকী, বহেরা, ডালিমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪২ হাজার ৬০০ ফলের চারা উৎপাদনের জন্য বীজ বপন করা হয়েছে। বীজ থেকে দ্রুত চারা উৎপাদনের জন্য নিবিড়ভাবে পরিচর্যা করা হচ্ছে। আশা করা হচ্ছে, ভালোমানের চারা উৎপাদন হবে। 
এ উৎপাদিত চারা মুজিববর্ষের পরিবেশ দিবসে তৃণমূলে উপহার হিসেবে বিতরণ করা হবে। এসব চারা রোপণ করে অতি কম সময়ে ফল আসবে। ফল খেয়ে লোকজন পুষ্টি পাবে। বর্তমান সরকারের এ মহৎ উদ্যোগকে সবাই স্বাগত জানাচ্ছে। পরিচর্যার দায়িত্ব থাকায় রেঞ্জ অফিসের কর্মকর্তারা জানান, উন্নত জাতের বীজ বপন করা হয়েছে। দ্রুত সময়ে বীজ থেকে চারা উৎপাদন হবে। এ চারা থেকে ভালোমানের ফল আসবে। এতে কোনো প্রকারের কেমিক্যাল ব্যবহার করার প্রয়োজন হবে না।
শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর আগে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। পতিত জমিতে এসব গাছ রোপণ করে উন্নতমানের ফল খেতে পারবে তৃণমূল লোকজন। চমৎকার সংবাদ। সরেজমিন গিয়ে দেখা যায়, শায়েস্তাগঞ্জ ফরেস্ট অফিসের ভেতরে বীজ বপন করা হয়েছে। এসবের পরিচর্যায় শ্রমিকরা ব্যস্ত।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]