logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০
বঙ্গবন্ধুকে দলীয়করণ করতে চাই না : কাদের
নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাসের মহাবীর, মহানায়ক হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের ইতিহাসের মহাবীর, মহানায়ক। তিনি কোনো পার্টির নন, গোটা বাংলাদেশের। বঙ্গবন্ধু দলমত-নির্বিশেষে সব শ্রেণির মানুষের নেতা। তাকে আমরা দলীয়করণ করতে চাই না। মুজিববর্ষের অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দেওয়া হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপিকে দাওয়াত দেওয়ার বিষয়টি জানান তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্য এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, সভার মূল এজেন্ডা ছিল সফলভাবে মজিববর্ষ উদযাপন করতে সামগ্রিক অগ্রগতি এবং প্রস্তুতি পর্যালোচনা। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু আমাদের ইতিহাসের মহাবীর, মহানায়ক। তিনি কোনো পার্টির নন, গোটা বাংলাদেশের। বঙ্গবন্ধু দলমত-নির্বিশেষে সব শ্রেণির মানুষের নেতা। তাকে আমরা দলীয়করণ করতে চাই না। তিনি বলেন, দলমত-নির্বিশেষে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন। সবার জন্যই মুজিববর্ষ উদযাপন উন্মুক্ত থাকবে। এখানে সংকীর্ণতার কোনো সুযোগ নেই।
মুজিববর্ষের কর্মসূচিতে বিএনপি আমন্ত্রণ পাচ্ছে কি নাÑ এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমাদের জাতীয় সম্মেলনে বিএনপিকে দাওয়াত দিয়েছিলাম। মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানেও তারা আমন্ত্রিত ছিল। এখন তারা ডিসাইড করবেন, তারা থাকবেন কি না। তাদের আমন্ত্রণ জানাচ্ছি, তারা অংশগ্রহণ করবেন কি না, সেটা তাদের ব্যাপার। এ সময় মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে ২২ এবং ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। ২২ তারিখ অধিবেশন শুরুর আগে আমরা যারা একাদশ জাতীয় সংসদের সদস্য; তারা একযোগে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করব। এর মধ্য দিয়ে বিশেষ অধিবেশনের কার্যক্রম শুরু হবে। অধিবেশনের দুই দিন বঙ্গবন্ধুকে নিয়ে সংসদে সদস্যরা বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও সাখাওয়াত হোসেন শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া প্রমুখ। এছাড়া ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকরা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]