logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ২১, ২০২০
দর্শনার্থীর ভিড়ে একুশের আবহ
মামুন তুষার

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস ২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক দিন আগে থেকেই জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। বৃহস্পতিবার সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। একুশের আবহ নিয়ে সাদাকালো পোশাক পরে মেলায় আসেন দর্শনার্থীরা। অনেকের সঙ্গে ছিল পরিবার। সবাই মিলে ঘুরে ঘুরে বিভিন্ন প্রকাশনী থেকে পছন্দের বই কিনছেন। ভাষা আন্দোলনের সেই অমর শহীদদের স্মৃতি রক্ষার্থে প্রতি বছর ফেব্রুয়ারি মাসজুড়ে অনুষ্ঠিত হয় অমর একুশে গ্রন্থমেলা। মাসব্যাপী এ গ্রন্থমেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই। কবিতা, গল্প, উপন্যাস, ইতিহাস, রম্যরচনা, অনুবাদ, শিশুতোষ, বিজ্ঞান, খেলাধুলা; কত রকমের বই, সবই আসছে গ্রন্থমেলায়। চলতি মেলায় নতুন বইয়ের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজারের অধিক।
গ্রন্থমেলায় ১৯তম দিন পর্যন্ত নতুন বই এসেছে ২ হাজার ৮৮১টি। বৃহস্পতিবার মেলায় এসেছে ১৪৩টি বই। এদিনও লেখক, দর্শনার্থী ও বইপ্রেমীদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বুধবার পর্যন্ত মেলায় আসা নতুন বইয়ের মধ্যে গল্পগ্রন্থ ৩৬৩, উপন্যাস ৪৪১, প্রবন্ধগ্রন্থ ১৪৮, কাব্যগ্রন্থ ৭৯৮, গবেষণাগ্রন্থ ৫২, ছড়ার বই ৫১, শিশুতোষ গ্রন্থ ১২০, জীবনীগ্রন্থ ৮৩, রচনাবলি চার, মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ১০৩, নাটক ১৪, বিজ্ঞানবিষয়ক গ্রন্থ ৫৯, ভ্রমণকাহিনি ৪৮, ইতিহাসগ্রন্থ ৬২, রাজনীতিবিষয়ক গ্রন্থ ৬, চিকিৎসা-স্বাস্থ্য সংক্রান্ত ১৭, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ৮৪, রম্যধাঁধা ২৪, ধর্মবিষয়ক গ্রন্থ ১০, অনুবাদ সাহিত্য ৩১, অভিধান ১০, সায়েন্স ফিকশন ৪৬ এবং অন্যান্য বই এসেছে ১৬৪টি।
অপ্রতুল ভাষা আন্দোলনভিত্তিক বই : মেলায় বিভিন্ন ধরনের বই পাওয়া গেলেও যে ভাষা শহীদদের স্মরণে গ্রন্থমেলা, সেখানে অপ্রতুল ভাষা আন্দোলনভিত্তিক বইয়ের। শুধু চলতি গ্রন্থমেলা নয়, কয়েক বছর ধরে গ্রন্থমেলায় একুশের বইয়ের আকাল চলছে। প্রকাশকরা বলছেন, ভালোমানের পা-ুলিপি নিয়ে আসছেন না আগ্রহী লেখকরা। তাই তারা এসব বই ছাপাতেও সাহস পান না। অন্যদিকে একুশের বইয়ের চাহিদাও কম, তাই নামিদামি লেখকদের এ বিষয়ে লেখতে চাপও দিতে পারেন না তারা। যদিও পাঠক বলছেন অন্যকথা। তাদের মতে, মেলায় ভালোমানের ভাষা আন্দোলনভিত্তিক বই আসছে না। যা আসছে, তাতেও খুব আগ্রহী হওয়া যাচ্ছে না।
পাঠকদের মতে, ভালোমানের বই বাজারে এলে সেটি পাঠক খুঁজে নেবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই প্রকাশকদের এ বিষয়ে খেয়াল রাখা উচিত। এদিকে চলতি মেলায় প্রায় ৬০০ প্রকাশনাকে স্টল বরাদ্দ দিয়েছে অমর একুশে গ্রন্থমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। কিন্তু এসব প্রকাশনার ভাষা আন্দোলনভিত্তিক বইয়ের সংখ্যা একেবারেই কম। বেশিরভাগ প্রকাশনারই এ বিষয়ে কোনো নতুন বই মেলায় আসেনি। সেটি বড় কিংবা ছোট প্রকাশনা হোক। শুধু তাই নয়, খোদ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ২৬টি নতুন বইয়ের মধ্যে ভাষা আন্দোলনভিত্তিক বই মাত্র দুটি।
এ বিষয়ে ঐতিহ্য প্রকাশনীর কর্ণধার আরিফুর রহমান বলেন, প্রথমত, ভাষা আন্দোলনভিত্তিক বইয়ের চাহিদা কম। দ্বিতীয়ত, এ বিষয়ে ভালোমানের পা-ুলিপি তারা পাচ্ছেন না। তাই যেনতেন বই মুদ্রণে আগ্রহী নয় তার প্রকাশনা। কাকলী প্রকাশনীর কর্ণধার নাসির উদ্দিন বলেন, ভাষা আন্দোলনভিত্তিক বইয়ের চাহিদা কম। যার কারণে ভালোমানের লেখকদের এ বিষয়ে লেখতে চাপও দিতে পারছেন না তারা।
অন্যপ্রকাশের জনসংযোগ কর্মকর্তা আলা উদ্দিন টিপু বলেন, আমাদের এখানে উপন্যাস, কবিতা, গল্প এসব বই বেশি চলছে। পাঠক ভাষা আন্দোলনভিত্তিক বইয়ের প্রতি তেমন আগ্রহী নন, ভালোমানের পা-ুলিপিও পাওয়া যায় না, তাই এ বিষয়ে লেখা বই আসেনি।
১৯৪৭ সালের দেশভাগের সময় একদিকে পাকিস্তান আন্দোলনের সক্রিয় ও ত্যাগী বাঙালি কর্মী শেখ মুজিবুর রহমান; অন্যদিকে বহুজাতিক ও সেকুলার ভারতের স্বপ্নে বিভোর কাশ্মীরি রাজনীতিক শেখ মোহাম্মদ আবদুল্লাহ। দুইজনের নামেরই প্রথমাংশ শেখ। উভয়ই মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে ছিলেন সেকুলার রাজনীতিক। এ রাজনৈতিক নেতার নেতৃত্ব, সাফল্য-ব্যর্থতা ও সামাজিক আন্দোলনের বিষয়ে তুলনামূলক গবেষণা করেছেন লেখক ও গবেষক জাকারিয়া পলাশ। এ সংক্রান্ত গ্রন্থ ‘বঙ্গবন্ধু ও শের-এ-কাশ্মীর’ প্রকাশিত হয়েছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য থেকে। ১১২ পৃষ্ঠার এ বইটির গায়ের মূল্য রাখা হয়েছে ২১০ টাকা। বইটি অমর একুশে গ্রন্থমেলায় ঐতিহ্যের প্যাভিলিয়নে (প্যাভিলিয়ন ১৪) পাওয়া যাচ্ছে।
কালো প্রকাশনী থেকে বেরিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের ‘ইতিহাসে বঙ্গবন্ধু’ গ্রন্থ। পেপারব্যাক বাঁধায়ে বইটির প্রচ্ছদ এঁকেছেন ইসরাফুল হক সুমন। ছবি তুলেছেন বোয়াফ প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিব। ১৫৯ পৃষ্ঠার বইটির বিনিময় মূল্য ৪০০ টাকা। অমর একুশে গ্রন্থমেলায় ২১৭-প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে। খুলনা বই মেলার ৮৫নং স্টলেসহ কুমিল্লা রেলওয়ে স্টেশনে মাহমুদ বুক স্টলেও ‘ইতিহাসে বঙ্গবন্ধু’ পাওয়া যাচ্ছে।
অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এ পাওয়া যাচ্ছে কবি ও লেখক অপরাজিতা অর্পিতার এবারের নতুন বই ‘অপ্রেমের অদ্ভুত আলাপ’ দ্বিতীয় কাব্যগ্রন্থ। প্রকাশিত হয়েছে আগামী প্রকাশনী থেকে। প্রেম ও অপ্রেমের কবিতা নিয়ে সাজানো কাব্যগ্রন্থ ‘অপ্রেমের অদ্ভুত আলাপ’। প্রচ্ছদ এঁকেছেন নির্ঝর নৈঃশব্দ্য।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]