প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০ | |
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি বিনিয়োগকারীদের জন্য গেল সপ্তাহে ৩১ ডিসেম্বের, ২০১৯ সমাপ্ত অর্থবছরে লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হচ্ছেÑ লিন্ডে বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড ও ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে লিন্ডে বাংলাদেশ ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০.৯৩ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ এপ্রিল।
ইউনাইটেড ফাইন্যান্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সমাপ্ত বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১.৩১ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৬.৯৮ টাকা। এজিএম ২৩ এপ্রিল। আইডিএলসি ফাইন্যান্স ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস হয়েছে ৪.৫১ টাকা। শেয়ারপ্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৭.১৮ টাকা। কোম্পানির এজিএম ৩০ মার্চ। রিলায়েন্স ইন্স্যুরেন্স ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির ইপিএস হয়েছে ৫.৫৭ টাকা, যা এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪.৭৪ টাকা। একই সময়ে কোম্পানির এনএভিপিএস হয়েছে ৫২.৬০ টাকা। এজিএম আগামী ৩১ মার্চ।
ডেল্টা ব্র্যাক হাউজিংয়ে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাসসহ মোট ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির ইপিএস হয়েছে ৮.০৪ টাকা।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |