প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০ | |
বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৯টির বা ৭৫ শতাংশের। অন্যদিকে দর কমেছে মাত্র তিনটি কোম্পানির।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে গ্রামীণফোনের। এ কোম্পানির ১৬ শতাংশ দর বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বশেষ ২৯৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। হাইডেলবার্গ সিমেন্টের ১২ দশমিক ২ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বশেষ ১৭৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা বাটা শু’র ৫ দশমিক ২ শতাংশ দর বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বশেষ ৭৮২ দশমিক ৮০ টাকা দর বেড়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বার্জার পেইন্টসের দশমিক ৪ শতাংশ, গ্লাক্সোস্মিথক্লাইনের ২ শতাংশ, লিন্ডেবিডির দশমিক ৯ শতাংশ, ম্যারিকোর ১ দশমিক ৫ শতাংশ, আরএকে সিরামিকসের ৪ দশমিক ৬ শতাংশ ও রেকিট বেনকিজারের ৪ দশমিক ৯ শতাংশ দর বেড়েছে। অন্যদিকে দর কমেছে বিএটিবিসি, লাফার্জহোলসিম ও সিঙ্গারবিডির।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |